আল মামুন তালুকদার
জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় বাজারজাতের উদ্দেশ্যে নকল সিগারেট প্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি গোপন কারখানায় অবৈধভাবে নকল সিগারেট তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ নকল সিগারেট ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং বাজার ব্যবস্থাকে বিভ্রান্ত করার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য আইনে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
ইউএনও জিয়াউর রহমান বলেন, অবৈধ ও জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply