ভাঙ্গা উপজেলা থেকে স্টাফ রিপোর্টার সানোয়ার হোসেন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুমার নামাজ শেষে কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি খন্দকার সামাদ ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান, কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকন্দ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশারফ, মহাসিন মতব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন যুবদল নেতা মো. শরিয়াতুল্লাহ মোড়ল। এবং সৌজন্য সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রাফি।
Leave a Reply