মতলব উত্তর থেকে ইসমাইল খান টিটুর রিপোর্ট :
চাঁদপুরের মতলব উত্তরে ফরহাদ জুয়েল (২৭) নামের যুবকের হত্যার বিচারের একটা লোকের এরকম জিদ আছে এখানে দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। দুপুরে উপজেলার ছেংগারচর বাজার থানার সামনে ঘন্টাব্যাপী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ‘খুনিদের গ্রেপ্তার করো’, ‘ফরহাদের হত্যার বিচার চাই’, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ — এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে থানার সামনের এলাকা। পরে সহকারী পুলিশ সুপার খাইরুল কবির ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক এসে তদন্ত পূর্বক বিচারের আশ্বাস দেন পরিবারকে।
ফরহাদ জুয়েল কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের আবুল হাশেমের ছেলে। তার স্ত্রী এবং চার বছরের ছেলে আবু সুফিয়ান রয়েছে।
জানা যায়, গত ৪ জুলাই সকালে ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয় জুয়েল। নিখোঁজের একদিন পর হাইমচর উপজেলার নীলকমল এলাকার মেঘনা নদীতে ফরহাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। তার শরীরের বেশ কিছু যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানববন্ধনে নিহত ফরহাদ জুয়েলের বাবা মো. আবুল হাশেম বলেন আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, এখন চাই বিচার হোক। দোষীরা যেন কোনোভাবেই রেহাই না পায়।
স্ত্রী সূরবী আক্তার বলেন, আমার ছোট একটা বাচ্চা আছে, সে এখন পিতাহারা। আমি শুধু বিচার চাই, আর কোনো পরিবার যেন এভাবে ভেঙে না যায়।
নিহতের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা বিচার চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।
সহকারী পুলিশ সুপার খাইরুল কবির জানান, হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। গুরুত্ব সহকারে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। দুপুরে জুয়েলের বাবা আবুল হাশেম ১৫ জনকে আসামি করে আরো ১০/১৫ অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা করেন।
Leave a Reply